সমাজের আলো।।
সাতক্ষীরার কলারোয়া দ্রুতগামী বাসের ধাক্কায় এক নসিমন চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে কলারোয়া উপজেলার কাজীরহাট এলাকার কোটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক রাহাতুল ইসলাম অপু যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কিত্তিপুর গ্রামের রবিউল ইসলামের পুত্র।
স্থানীয়রা জানান, অপু সকালে নসিমন ভর্তি শসা নিয়ে কলারোয়া বাজারে আসছিল। পতিমধ্যে কাজীরহাট এলাকার কোটা নামক স্থানে পৌছলে দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ে
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম শাহীন জানান, দ্রুতগামী বাসটিকে ধরা যায়নি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে চিহ্নিত পূর্বক আটকের চেষ্টা চলছে।##

