সমাজের আলো।
কুমিল্লা-৪ (দেবীদ্বার) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে তার প্রার্থিতা বাতিলের রায় দেয় সংস্থাটি।
এই আসনে এই আসনে ‘১০ দলীয় নির্বাচনী জোট’ থেকে নির্বাচন করছেন এনসিপির আলোচিত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। মঞ্জুরুল আহসান মুন্সীও হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন।তার সে আপিল নামঞ্জুর হয়। ফলে হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বহাল থাকছে। নির্বাচনের আগেই শক্ত প্রতিদ্বন্দ্বীর প্রার্থিতা বাতিলে হাসনাত আব্দুল্লাহর জয়ের দিকে একধাপ এগিয়ে গেলেন বলেই মনে করছেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসনাত আব্দুল্লাহকে ‘শুভ কামনা’ জানিয়ে পোস্ট করেছেন।
সাইফুল ইসলাম একজন ফেসবুকে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের তথ্য শেয়ার করে হাসনাতকে অভিনন্দন জানিয়েছেন। তবে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাওয়ার সুযোগ রয়েছে। হাইকোর্টের রায়ে তিনি প্রার্থিতা ফিরে পেতে পারেন।

