যশোর অফিস
যশোর সদর উপজেলার কুতুবপুর গ্রামে তিনটি গ্রামের যুবসমাজের উদ্যোগে ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা দেখতে বিভিন্ন বয়সী হাজারো মানুষ মাঠে ভিড় জমান।
আয়োজকরা জানান, কুতুবপুর, জলকার ও জয়রামপুর গ্রামে প্রায় তিন যুগ ধরে এই ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছরই এ আয়োজনকে ঘিরে এলাকাজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয় যশোরের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক পিএলসি, যশোরের এজিএম মো. শহীদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার কৃতিসন্তান সুয়াইব হুসাইন।
এ উপলক্ষে মাঠজুড়ে গ্রামীণ মেলা বসে। বাড়িতে বাড়িতে তৈরি করা হয় শীতের নানা পিঠাপুলি। বিলুপ্তপ্রায় এই খেলা উপভোগ করতে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
প্রতিযোগিতায় মোট ২৪টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছয়টি পুরস্কার দেওয়া হয়। প্রথম পুরস্কার পান লেবুতলা গ্রামের সবেদ আলী, দ্বিতীয় পুরস্কার পান রহিমপুরের আশরাফুল ইসলাম এবং তৃতীয় পুরস্কার পান ঘাটখালীর অলিদ। পুরস্কার হিসেবে তিনটি বাটন মোবাইল ও তিনটি বাইসাইকেল প্রদান করা হয়।
শীতের আমেজ, গ্রামীণ মেলা ও ঐতিহ্যবাহী খেলাকে কেন্দ্র করে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *