সমাজের আলো।। : বেদে সম্প্রদায়কে বলা হয় যাযাবর জনগোষ্ঠী। তারা সাধারণত এক জায়গায় দীর্ঘদিন বসবাস করে না। তেমনি সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি এলাকায় মাসখানেকের জন্য অস্থায়ীভাবে বসতি গড়েছে বেদে সম্প্রদায়ের কয়েকটি পরিবার। সেই বেদেপল্লির শিশুদের নিয়ে ব্যতিক্রমধর্মী পিঠা উৎসবের আয়োজন করেছে সাতক্ষীরা বন্ধুসভা।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে “জলপথের স্মৃতিতে পিঠা উৎসব” প্রতিপাদ্যে আয়োজিত এই উৎসবটি মানুষের জীবন, ইতিহাস, স্মৃতি ও অনুভূতির গল্প শোনার এক মানবিক মিলনমেলায় পরিণত হয়।
আয়োজনে শীতের ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠার পাশাপাশি নদী ও জলপথনির্ভর বেদে সম্প্রদায়ের জীবনযাপন, সংগ্রাম, স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে কথা হয়। শিশুদের অংশগ্রহণে উৎসবটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দঘন। স্থানীয়দের মধ্যেও এই আয়োজন ব্যাপক সাড়া ও প্রশংসা কুড়িয়েছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস বলেন, বেদে সম্প্রদায় আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ হলেও তারা দীর্ঘদিন ধরে মূলধারার বাইরে রয়ে গেছে। এই আয়োজনের মাধ্যমে আমরা তাদের শিশুদের মুখে একটু হাসি ফোটাতে চেয়েছি এবং একই সঙ্গে তাদের জীবন ও সংস্কৃতিকে কাছ থেকে জানার সুযোগ পেয়েছি। এমন মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সাতক্ষীরা বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি তাঁর বক্তব্যে বলেন, জলপথকেন্দ্রিক জীবন আমাদের ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। বেদে সম্প্রদায়ের জীবন সেই ইতিহাসের জীবন্ত সাক্ষ্য। পিঠা উৎসবের মতো আয়োজনের মাধ্যমে এই স্মৃতি ও মানবিক সম্পর্কগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা বন্ধুসভার সহসভাপতি মো. রাহাতুল ইসলাম ও মো. রুহুল আমিন ময়না, সাধারণ সম্পাদক মো. আবু তাহের বিল্যাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোকাররাম বিল্লাহ ইমন, সাংগঠনিক সম্পাদক করিমন নেছা শান্তা, সহ সাংগঠনিক সম্পাদক মো. নাইমুর রহমান নাঈম, অর্থ সম্পাদক জান্নাত আলম, দপ্তর সম্পাদক হৃদিতা আজাদ নিধি, প্রচার সম্পাদক সবুজ তরফদার, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সুদিপ্ত দেবনাথ, ক্রীড়া ও স্বাস্থ্য সম্পাদক শারমিন আক্তার রিয়া, কার্যনির্বাহী সদস্য মো. গোলাম হোসেন, বন্ধু শারমিন আক্তার, জেবা আলম, সজীব আহমেদসহ বন্ধুসভার অন্যান্য সদস্যরা।

