রাহাতুল ইসলাম:- এ বছরের মতন শীত আমি আমার বয়স কালে দেখিনি। আমাগের একিনে মেলা শীত পড়তিছে। ঠান্ডায় শরীরে কাঁপুনি ধরি যায়। ঘরের’তে বের হতি পাত্তি নে। কম্বলডা পেয়ি শিত্তিতে অনেক উষ্ণতা পাওয়া যাবেনে। তোমাগা আল্লাহ ভালো নাখুক। প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে কম্বল পেয়ে এভাবেই বন্ধুসভার সদস্যদের মাথায় হাত বোলাতে বোলাতে মনের ভাব প্রকাশ করছিলেন সুন্দরবন-ঘেঁষা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের বাসিন্দা ছফুরা বানু (৭৪)।

রোববার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত তিন দফায় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের বুড়িগোয়ালিনী, দাতিনাখালী, নীলডুমুর, পোড়াকাটলা, কলবাড়ি, চন্ডীপুর, আড়পাঙ্গাসিয়া; মুন্সিগঞ্জ ইউনিয়নের সিহংড়তলী, চুনকুড়ি, হরিনগর এবং শ্যামনগর উপজেলা সদরে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ৩০০টি কম্বল বিতরণ করা হয়।

সাতক্ষীরা শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে এসব গ্রামে গিয়ে আগেই শীতার্ত ও দুস্থ মানুষের তালিকা তৈরি করেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। পরে তাঁদের হাতে টোকেন পৌঁছে দেওয়া হয়। সেই তালিকা অনুযায়ী আজ বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যানের মোড় এলাকায় ১৩০ জন শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এর আগে সকাল ১০টার দিকে প্রথম আলো দুর্যোগ আশ্রয়কেন্দ্রে ১৫০ জন শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এ ছাড়া শ্যামনগর উপজেলা সদরে আরও ২০টি কম্বল বিতরণ করা হয়।

কম্বল পেয়ে চুনকুড়ি গ্রামের প্রমিলা সরদার (৬৫) বলেন, ‘প্রথম আলো আমাগের ঝড়-বৃষ্টি ও সাইক্লোনে বাঁচতি আশ্রয়কেন্দ্র কুরে দেচ্ছে। বছর বছর শীতে শীতবস্ত্র দেও। কম্বল পাইয়ে শীতে ভেলো থাকতি পাবুনে।’ সিংহড়তলী গ্রামের রহিম কারিগর (৭২) বলেন, ‘শীত কাপড়ের অভাবে ঠান্ডায় খুব কষ্টে আছি। ঠান্ডায় সর্দি-কাশিতে জীবন বারুই য্যাতে। কম্বল পাইয়ে উপকার হবেনে।

কম্বল বিতরণকালে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মহসিন বিল্লাহ, মাদ্রাসাশিক্ষক আবুল কালাম, সিংহড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে আবদুর রব, সহকারী শিক্ষক নেছার আলী ও কল্পনা রানী সরদার, প্রথমআলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি উপস্থিত ছিলেন। এ ছাড়া বন্ধুসভার রাহাতুল ইসলাম, মলয় কান্তি মন্ডল, করিমন নেছা, শারমিন আক্তার রিয়া, নাঈমুর রহমান, ওসমান গনি, সুদীপ্ত দেবনাথ, সবুজ তরফদার ও মো: আল আমিন কম্বল বিতরণে সহযোগিতা করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *