সমাজের আলো।। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদ এবং অনতিবিলম্বে বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ করেছে ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখা।
বুধবার (২১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আসিফ চত্ত্বর যেয়ে শেষ হয়। পরে এক প্রতিবাদ সভা শহর শিবিরের সভাপতি আল মামুন,সেক্রেটারী মেহেদী হোসেনসহ অনেকে বক্তব্য রাখেন।
এ সময় ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি আল মামুন বলেন, শাকসু নির্বাচন কয়েক দফা পেছালেও ২১ জানুয়ারী একটি সুন্দর নির্বাচন হওয়ার কথা ছিল। আমরা ভেবেছিলাম তারা অপরাজনীতির পথে যাবে না, অথচ সুযোগ পেলেই চাঁদাবাজি, টেন্ডারবাজি ও হামলায় জড়াচ্ছে। তিনি আরও বলেন, তাদের অন্তর্কোন্দলে দুই শতাধিক ঘটনা ঘটেছে। তিনি বলেন, ডাকসুতে পরাজয়ের পর লজ্জা থাকলে তাদের ক্যাম্পাস ছেড়ে দেওয়া উচিত ছিল, কিন্তু তারা অপরাজনীতিই চালিয়ে যাচ্ছে। তিনি অবিলম্বে শাকসু নির্বাচনের দাবী জানান।

