সমাজের আলো।। থাইল্যান্ডের ব্যাংককে চলমান সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্টে বাংলাদেশের জয়যাত্রা অব্যাহত রয়েছে। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছে পুরুষ দল, আর আজ সাফ উইমেন্স ফুটসাল চ্যাম্পিয়নশিপে একই প্রতিপক্ষকে ৬–৩ গোলে পরাজিত করে তিন পয়েন্ট নিশ্চিত করেছে বাংলাদেশ নারী দল।
ব্যাংককের নন্থাভুরি স্টেডিয়ামে ম্যাচের শুরুটা বাংলাদেশের জন্য ছিল কঠিন। প্রথম কয়েক মিনিটেই শ্রীলঙ্কা দুই গোলের লিড নেয়। তবে অধিনায়ক সাবিনা খাতুনের নেতৃত্বে দ্রুত ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। কৃষ্ণা রাণী সরকারের এসিস্টে সাবিনা জোড়া গোল করে ম্যাচে সমতা
বিরতির পর ম্যাচের পুরোপুরি নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। সাবিনা-কৃষ্ণাদের গতি, স্কিল ও অভিজ্ঞতার সামনে টিকতে পারেনি শ্রীলঙ্কা। সাবিনার কর্নার থেকে সুমাইয়ার জোরালো শটে লিড পায় বাংলাদেশ। এরপর শেষ পাঁচ মিনিটে আরও তিনটি গোল যোগ করে ব্যবধান বাড়ায় লাল-সবুজের দল। এর মধ্যে সাবিনাকে দুই গোল করানোর পর নিজেই চতুর্থ গোলটি করেন কৃষ্ণা। পরবর্তীতে সুমাইয়ার নেওয়া শট লঙ্কান ফুটবলাররা প্রতিহত করলেও ফিরতি বলে মাসুরার শট জালে জড়ায়। পরে কৃষ্ণার আরেকটি গোলে বড় জয় নিশ্চিত হয়। খেলার শেষ বাঁশি বাজার মুহূর্তে শ্রীলঙ্কা আরেকটি গোল করে পরাজয়ের ব্যবধান কমায়।
সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্টে সাতটি দেশ অংশ নিচ্ছে। প্রত্যেক দল ছয়টি করে ম্যাচ খেলবে। চার ম্যাচ শেষে নারী দলের সংগ্রহ ১০ পয়েন্ট। পাকিস্তান ও মালদ্বীপের বিপক্ষে রয়েছে তাদের বাকি দুই ম্যাচ। ছয় ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলই চ্যাম্পিয়ন হবে। অন্যদিকে পুরুষ দলের চার ম্যাচে পয়েন্ট ৭।

