সমাজের আলো।। সাতক্ষীরায় গাভা এলাকায় ট্রলির সাথে সংঘর্ষে
আব্দুর রশিদ(৬৫) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছে।বৃহস্পতিবার(২২জানুয়ারি) সকালে সদর উপজেলার গাভা বাজার এলাকায় মার্মান্তিক এ দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ একই এলাকার নফেল উদ্দীন গাইনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাইসাইকেল চালিয়ে গাভা বাজারের দিকে যাচ্ছিলেন আব্দুর রশিদ। এসময় বিপরীত দিক থেকে আসা ট্রলির তার বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায় আব্দুর রশিদ।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

