সমাজের আলো।। বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর সহিংসতার অভিযোগ উঠেছে। দক্ষিণ ২৪ পরগনার এক মুসলিম পরিযায়ী শ্রমিককে কথিত ‘বাংলাদেশি’ সন্দেহে পিটিয়ে হত্যা করেছে দুষ্কৃতিকারীরা। পরিবারের অভিযোগ হিন্দুত্ববাদী উসকানিদাতারাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। নিহত ব্যক্তির নাম মঞ্জুর আলম লস্কর (৩২)। বুধবার রাতে অন্ধ্রপ্রদেশের কোমারোলু এলাকায় তাকে হত্যা করা হয়। এ খবর দিয়েছে দ্য টেলিগ্রাফ অনলাইন।
এতে বলা হয়, নিহত মঞ্জুর দক্ষিণ ২৪ পরগনার উস্থি থানার অন্তর্গত রাঙ্গিলাবাদ গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে, তিনি প্রায় এক দশক ধরে কোমারোলু এলাকায় জরির কাজ করতেন।মঙ্গলবার রাতে একটি অচেনা নম্বর থেকে মঞ্জুরের স্ত্রীকে ফোন করে মুক্তিপণের দাবি জানানো হয়। স্বামীর প্রাণভয়ে পরিবার কোনোমতে ৬ হাজার রুপি জোগাড় করে পাঠায়। কিন্তু বুধবার রাতে পরিবারকে জানানো হয়, মঞ্জুরকে হত্যা করা হয়েছে।
নিহতের দাদা গিয়াসউদ্দিন লস্কর, যিনি রাঙ্গিলাবাদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং তৃণমূল কংগ্রেস নেতা। তার অভিযোগ, এই খুন পূর্বপরিকল্পিত। যারা মুক্তিপণের ফোন করেছিল, তারাই আমার ভাইকে খুন করেছে। হিন্দুত্ববাদী দুষ্কৃতীরাই এর সঙ্গে জড়িত।

