সমাজের আলো।। : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাসদ মনোনীত এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ইদ্রিস আলীর নির্বাচনী পথসভা এবং গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।   নির্বাচনী প্রচারণার  তৃতীয় দিনে তিনি সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা বাজার এবং ঝাউডাঙ্গা বাজারে পথসভা এবং গণসংযোগ করেছেন। উক্ত নির্বাচনে জনসংযোগ এবং পথসভায় আরো উপস্থিত ছিলেন গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সাতক্ষীরা জেলা শাখার মুখপাত্র নিত্যানন্দ সরকার, শ্রমিক নেতা মুনসুর রহমান,নারী নেত্রী লাভলী পারভীন, রওশন আরা প্রমুখ।
 নির্বাচনী পথসভায় মোটর গাড়ি প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ইদ্রিস আলী জনতার উদ্দেশ্যে বলেন তিনি নির্বাচিত হলে সাতক্ষীরাবাসীর দীর্ঘদিনের দাবি সাতক্ষীরায় পাবলিক বিশ্বিবদ্যালয় বাস্তবায়ন, সুন্দরবন টেক্সটাইল মিল চালু, মাদকমুক্ত সাতক্ষীরা, গড়ার অঙ্গীকার করেন। গণসংযোগে তিনি সর্বস্তরের জনগণের সাথে কুশল বিনিময় এবং মোটর গাড়ি প্রতীকে ভোট দেওয়ার জন্য উদ্বদ্ধ করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *