সমাজের আলো।।
সাতক্ষীরার লাবসা গ্রামের গৃহবধূর রিজিয়া সুলতানা রোজী কর্তৃক আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লাঠিয়াল বাহিনী দিয়ে রাতের আঁধারে জোরপূর্বক বাড়ির সীমানা নির্ধারণের কাজ করছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সদর উপজেলার লাবসা দরগাহপাড়া গ্রামের মীর আব্দুল মান্নানের ছেলে মীর শহিদুজ্জামান তপন এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার পিতা মীর আব্দুল মান্নানের মৃত্যুর পূর্বে আমার দাদা মৃত মীর আব্দুল জলিল ১৯৮১ সালে আমাদের চার ভাইয়ের নামে সকল সম্পত্তি সমানভাবে দানপত্র করে দিয়ে যান। পরবর্তীতে আমরা চারভাই সমানভাবে উক্ত সম্পত্তি ভোগ দখল করতে থাকি। আমার পিতার দুই স্ত্রী থাকায় আমি মীর শাহিদুজ্জামান তপন ও ভাই মীর রাশেদুজ্জামান মিলন ছোট মায়ের এবং মীর আফতাবুজ্জামান নয়ন ও মীর মাসুদুজ্জামান স্বপন বড় মায়ের ছেলে। কিছুদিন পূর্বে বড় ভাই মীর আফতাবুজ্জামান নয়ন মারা যান। ভাই মারা যাওয়ার পরও আমরা প্রায় ১২ বছর যাবৎ একত্রে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলাম। কিন্তু হঠাৎ করে আমার বড় ভাবী রিজিয়া সুলতানা রোজী আমাদের দুই ভাইকে না বলে তিনি জায়গা জমি মাফ জরিপ করে তার দুই ছেলের অংশ বের করে নেন। ভাবীর নিজের ইচ্ছামত ভাগ করা সেই অংশের মধ্যে আমাদের পিতার তৈরি করা পূর্বের বাড়ি ঘর ১৬ রুম বিশিষ্ট একটি বিল্ডিংসহ সবকিছু ছিল। আর আমাদের ভাগে দিয়েছে খোলা জায়গা এবং বাগান, পুকুর ও কবরস্থান।
মীর শহিদুজ্জামান বলেন, আমাদের দুই ভাইয়ের সাথে কোন পরামর্শ ছাড়াই ভাবীর ইচ্ছামত ভাগ বাটোয়ারা করার পরিপ্রেক্ষিতে আমি সাতক্ষীরা ম্যাজিস্ট্রেট কোর্টে প্রতিকার চেয়ে একটি মামলা দায়ের করি। আদালত উক্ত জমিতে কোন প্রকার কাজ কর্ম না করার জন্য নির্দেশ প্রদান করেন। তারপরও আমার ভাবী রোজী উক্ত নিষেধাজ্ঞা অমান্য করে গত ২২ জানুয়ারি জোরপূর্বক লাঠিয়াল বাহিনী নিয়ে রাতের আঁধারে তড়িঘড়ি করে সীমানা নির্ধারণের কাজ চালাতে থাকে।
তিনি অভিযোগ করে বলেন, আমি উক্ত কাজে বাধা প্রদান করলে ভাবী রোজী ও তার লাঠিয়াল বাহিনী আমাকে সহ আমার একমাত্র কন্যা সন্তান ও আমার স্ত্রীর উপর অমানষিক নির্যাতন চালায়। এসময় আমি ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উক্ত স্থানের কাজ বন্ধ করে দেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে লাঠিয়াল বাহিনীর সদস্যরা পালিয়ে যায়। তিনি তার উপর নির্যাতনের প্রতিকারসহ চক্রান্তকারী এবং জোরপূর্বক জমি জবরদখলকারী রিজিয়া সুলতানা রোজীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তিনি যতদিন সুষ্ঠু মাফ জরিপ এবং ভাগ বাটোয়ারা না হয়, ততদিন পর্যন্ত উক্ত স্থানে কোন প্রকার সীমানা নির্ধারণের কাজ যেন না করতে পারে সে ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

