ঠাকুরগাঁওয়ের ৩৩ কিলোমিটার পূর্বে আঘাত হেনেছে ৩ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প।
সমাজের আলো।। ঠাকুরগাঁওয়ের ৩৩ কিলোমিটার পূর্বে আঘাত হেনেছে ৩ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প। রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে সেখানে ছোট ভূমিকম্প সংঘটিত হয়।
অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা এখনো নিরূপণ করা যায়নি। যদিও ধারণা করা হচ্ছে এটি অগভীর ভূমিকম্প ছিল।
স্থানীয়দের অনেকে জানান, তারা হালকা কাঁপুনি অনুভব করলেও তা ছিল খুব অল্প সময়ের জন্য। অনেকেই বিষয়টি গুরুত্ব দেননি বা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর দেখে ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত হয়েছেন।
এছাড়া বেশিরভাগ মানুষ এটি অনুভব করেননি বলে জানিয়েছে তারা।

