সমাজের আলো।। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু ভোমরা ইউনিয়নের বিভিন্ন বাজারে বাজারে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করেছেন। এ সময় তিনি ভোটারদের কথা শোনেন, মতবিনিময় করেন এবং উন্নয়ন ও সেবার আশ্বাস দেন।
বুধবার (২৮ জানুয়ারি) সদর উপজেলার ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর, চৌবাড়িয়া এবং শাখরা বাজার এলাকায় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। একই সঙ্গে লাঙ্গল প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি।
গণসংযোগকালে সাবেক এমপি আশু বলেন, আমি ক্ষমতার রাজনীতি নয়, মানুষের রাজনীতিতে বিশ্বাস করি। ভোটারদের কাছে গিয়ে তাদের কথা শুনছি, সমস্যাগুলো জানছি। ইনশাল্লাহ নির্বাচিত হলে সদর–দেবহাটার উন্নয়ন ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বাবু, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সাখাতুল করিম পিটুল, পৌরসভার সাবেক কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক আমিনুর রহমান ফিরোজ, ভোমরা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল মমিন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পি, সাধারণ সম্পাদক আবু তাহের, জেলা তরুণ পার্টির আহ্বায়ক আবু ইয়াসিন, সদস্য সচিব আব্দুল কাদের, শ্রমিক পার্টির আহ্বায়ক মাগফুর রহমানসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

