সমাজের আলো।। সিএনএসসনের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ইরানের নেতৃত্ব ও দেশটির বিভিন্ন স্থাপনায় হামলার কথা ভাবছেন। অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের বিশ্বাস ট্রাম্প চূড়ান্তভাবে ইরানের সরকার পরিবর্তনে কাজ করবেন। 

বুধবার সিএনএন আরও জানিয়েছে, ইরানের শীর্ষ নেতৃত্ব, নিরাপত্তা কর্মকর্তা, পারমাণবিক স্থাপনা, সরকারি ভবনে হামলা চালানোর কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার এক ভাষণে ট্রাম্প বলেন, আরও একটি সুসজ্জিত নৌবহর ইরানের পথে আছে। আমি আশা করছি, তারা (ইরান) সমঝোতা করতে রাজি হবে।  

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, সাম্প্রতিক বিক্ষোভের সময় তার দেশে হওয়া হতাহতের ঘটনা, ক্ষয়ক্ষতি ও অপপ্রচারের জন্য যুক্তরাষ্ট্র ও ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *