সমাজের আলোঃ গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারন করে পরবর্তীতে ব্লাক মেইলিং করার অভিযোগে সৎ মাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, নাগেশ্বরী পৌর এলাকার চামটারপাড়া গ্রামের এক যুবতী বাসায় গোসল করার সময় পুর্ব পরিকল্পিত ভাবে ২ আগষ্ট দুপুরে গোসলখানার টিনের ফুটো দিয়ে গোসলের ভিডিও ধারন করেন আবুল হোসেনের পুত্র আইনুল হক (৩১), শামসুল হাজীর পুত্র মানিক মিয়া (৩০) ও আব্দুল জলিলের পুত্র মোফাচ্ছেল (২০)। তাদের এ কাজে সহায়তা করেন ঐ যুবতির সৎ মা জমিলা বেগম(৫০)। পরবর্তীতে ধারন করা ভিডিও এর কথা ঐ যুবতিকে জানিয়ে তার কাছে মোটা অংকের টাকা দাবী করে তারা। টাকা না দিলে মোবাইলে ধারনকৃত ভিডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। ঘটনার পরিক্রমায় ওই যুবতী কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় রোববার (৯ আগষ্ট) পর্ণগ্রাফি নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করলে, পুলিশ রাতেই অভিযুক্তদের মধ্যে ৩ জনকে গ্রেপ্তার করে মোবাইলসহ ধারনকৃত ভিডিও উদ্ধার করেন। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবির জানান, ওই যুবতির মামলায় ৩ জনকে গ্রেপ্তার পুর্বক মোবাইলসহ ধারনকৃত গোসলের ভিডিও উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (১০ আগস্ট) গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরন করলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
