সমাজের আলো: নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজের সাত ঘন্টা পর মিহাদ ও জিসান নামে দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) রাতে তাদের লাশ উদ্ধার করা হয়।স্বজনরা জানান, গতকাল বিকেলে শীতলক্ষ্যা নদীর পূর্বতীরে ইস্পাহানী ঘাট এলাকায় স্থানীয় শামীম ও শাকিল নামের দুই কিশোর গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার মাঝখানে পড়ে যায় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মিহাদ ও নবম শ্রেণীর শিক্ষার্থী জিসান। এসময় ভয় পেয়ে আত্মরক্ষার উদ্দেশ্যে দু’জনেই নদীতে ঝাঁপ দেয়। পরে ঘটনা জানতে পেরে নদীতে জেলে দিয়ে জাল ফেলে মিহাদ ও জিসানের লাশ উদ্ধার করেন স্বজনরা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *