সমাজের আলো: করোনাভাইরাস মোকাবেলায় মাস্ক ও পিপিই ক্রয়ে অনিয়ম ওন রিজেন্ট হাসপাতালের ব্যাপারে দুদকের তলবের জবাব দিতে দুর্নীতি দমন কমিশনে হাজির হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সদ্য সাবেক মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ। গত ছয়ই অগাস্ট তাকে তলব করে দুদক। করোনাভাইরাস রোগীদের সেবা দিতে রিজেন্ট হাসপাতালের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের করা চুক্তি নিয়ে সমালোচনার প্রেক্ষাপটে গত ২১শে জুলাই মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক আজাদ।
