সমাজের আলো: করোনা উপসর্গ নিয়ে এক জনের মৃত্যু হয়েছে আজ বুধবার (১২ আগস্ট) বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শংকর কুমার ঘোষ (৬৩) নামে আরো এক রোগীর মৃত্যু হয়েছে। শংকর কুমার ঘোষ সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি এলাকার মৃত লাল বিহারের পুত্র। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শংকর কুমার ঘোষ গত ১১ আগস্ট জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ১২ আগস্ট বুধবার বেলা ১২টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
