রবিউল ইসলাম: শনিবার বিকালে জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক শ্যামনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সদরে গণপরিবহন বাসসহ বিভিন্ন যানবাহনে মোবাইলকোর্ট পরিচালনা করা হয়। করোনাকালীন সময়ে মাস্কবিহীন যাত্রী পরিবহন, অতিরিক্ত যাত্রী পরিবহন ও অতিরিক্ত ভাড়া আদায় করাসহ সরকারি নির্দেশনা অমান্য করায় সৌদিয়া পরিবহনসহ অন্যান্য পরিবহনকে অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইলকোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল হাই সিদ্দিকী। মোবাইলকোর্টে কয়েকটি গণপরিবহনকে ২৫ শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় যাত্রীদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ প্রদান করা হয়।
