সমাজের আলো: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।’ তিনি বলেন, ‘জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকা. ণ্ডের সাত দিন পর চিফ অব আর্মি, তিনমাস পর ডেপুটি চিফ মার্শাল ল’ অ্যাডমিনিস্ট্রেটর এবং ছয়মাস পর প্রেসিডেন্ট ও চিফ মার্শাল ল’ অ্যাডমিনিস্ট্রেটর হন। তার এই অগ্রগতি দেখলেই বুঝা যায় তিনি ছিলেন বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের আর্কিটেক্ট।
