সমাজের আলো: রান্না করা খাবার পছন্দ হয়নি স্বামীর। এমন অভিযোগে রাগে নিজের বউয়ের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিলেন বাড়ির কর্তা ৷ এমন নৃশংস ঘটনাটি ঘটেষছে ভারতের মধ্যপ্রদেশের ইনদোরে ৷ পুড়ে যাওয়া মহিলাকে হাসপাতালে ভর্তি করানো হলে তারা পুলিশে খবর দেয়৷ খবর পেয়ে চন্দন নগর থানার পুলিশ এসে নির্যাতিতা পপিতা সিংয়ের বয়ান নেন ৷ তাতেই জানা যায় আসল ঘটনা ৷ পপিতা সিংয়ের স্বামী অরবিন্দ সিংয়ের বিরুদ্ধে দায়ের হয় অভিযোগ ৷ ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত অরবিন্দ সিং ৷ তার খোঁজ চলছে ৷ পুলিশ জানিয়েছে, আগুনে শরীরের অধিকাংশ পুড়ে যাওয়ায় নির্যাতিতার অবস্থা সঙ্কটজনক ৷
