সমাজের আলো: আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সাবেক সমন্বয়ক ও সাবেক মন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের পুত্র তানভীর শাকিল জয় সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র ক্রয় করেছেন। আজ বুধবার বেলা ১১টায় বনানী কবরস্থানে বাবা মোহাম্মদ নাসিমের কবর জিয়ারত করে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গিয়ে এই আবেদনপত্র ক্রয় করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ক্লিন ইমেজের নেতা তানভীর শাকিল জয়। মোহাম্মদ নাসিমের মৃত্যুতে এই আসনটি শূন্য হয়। ইতোমধ্যেই প্রকৌশলী জয়কে সিরাজগঞ্জ-১ আসনে দলীয় প্রার্থী হিসেবে সমর্থন দিয়ে রেজুলেশন পাস করেছে কাজিপুর উপজেলা আওয়ামী লীগ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *