যশোর অফিস” র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা বুধবার ১৯ আগষ্ট বিকেলে যশোর সদর উপজেলার হালসা গ্রামে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মিথুন আলী নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সে যশোর সদর উপজেলার নারাঙ্গালী গ্রামের মোক্তার আলীর ছেলে। র্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানাগেছে, বুধবার বিকেল পৌনে ৪ টায় গোপন সূত্রে খবর পেরেয় সদর উপজেলার হালসা গ্রামের নাস্তির ডিবের মোড় রাস্তার উপর বেল গাছের নীচে অভিযান চালায়। এ সময় মিথুন আলীকে হাতে গাঁজাসহ গ্রেফতার করে। পরে তাকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করেন।#
