সমাজের আলো: বিয়ের দাবিতে ভাগ্নের বাড়িতে মামী।এ ঘটনাটি ঘটেছে কলারোয়া ও তালা উপজেলার মাঝখানের গ্রাম কাটাখালিতে।বিয়ের দাবিতে মামি ভাগ্নে রিপন মোড়লের বাড়িতে অনশন শুরু করেছে। ২১ জুলাই রাতে স্বামী গফুর মল্লিক (৪৫)কে ঘুমের ওষুধ খাইয়ে পরকীয়া প্রেমিক ভাগ্নে রিপনের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয় মামী। ভুক্তভোগী স্বামী গফুর মল্লিক বলেন, আমি দীর্ঘ ৪ বছর জীবিকার তাগিতে মালয়েশিয়া থেকে বছর দেড়েক আগে বাড়ি ফিরে আসি। বিদেশ থাকাকালীন সময়ে জানতে পারি আমার স্ত্রী (৩২) আমার চাচাতো ভাগ্নে মিজানুর মোড়লের ছেলে রিপন মোড়লের সাথে প্রেম করছে। শুক্রবার রাত ১১টার দিকে তাদের হাতেনাতে আটক করলে রিপন মোড়ল পালিয়ে যায়। রাতে বিষয়টি জানা জানি হলে সকালে আমার মা তার প্রেমিকের বাড়িতে বিয়ের দাবীতে যায়। তারপর থেকে তিনি সেখানেই আছেন। এ ঘটনায় বাদী হয়ে গফুর মল্লিক পাটকেলঘাটা থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন পাটকেলঘাটা থানা পুলিশের ওসি (তদন্ত) জেল্লাল হোসেন। এঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *