সমাজের আলো: অসহায় মহিলার মেয়েকে চেয়ারম্যান বিয়ে করতে চায়। বিয়েতা রাজি না হওয়ায় গরু চুরির অপবাদ দিয়ে মা মেয়েকে জনসম্মুখে পেটানো হয় মা ও মেয়েকে। পরে চেয়ারম্যান দুই জনকে .কোমরে রসি দিয়ে বেধে এলাকা ঘুড়িয়ে কক্সবাজারের চকোরিয়া উপজেলার হারবাং ইউপি কার্যালয়ে এনে পুনরায় নির্মমভাবে পিটায় মা ও মেয়েকে… চেয়ারম্যান মিরানুল ইসলাম। এ ঘটনার তদন্ত পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন এলাকাবাসী।
