মো: রাহাতুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ-ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকার (IYCM) সাতক্ষীরা জেলা টিমের উদ্যোগে “সবার জন্য মাস্ক” ক্যাম্পেইন ২০২১ অনুষ্ঠিত হয়েছে।সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্ক, নিউমার্কেট, পাকা পোল, খুলনা রোড সহ শহরের মূল সড়ক গুলোতে চলাচলকারী মাস্ক বিহীন পথচারী, রিক্সাচালক,শ্রমজীবি মানুষসহ বিভিন্ন গন্তব্যের মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরন ও মাস্ক ব্যবহারে জন্য সকলকে উদ্ভুদ্ধ করেছে একদল মেরুন স্কোয়াড।রবিবার (২৭ জুন) বিকাল ৩টায় সাতক্ষীরা জেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে “সবার জন্য মাস্ক” কর্মসূচির উদ্বোধন করা হয় এবং বিকাল থেকে শুরু হওয়া প্রোগ্রামটি চলে সন্ধ্যা ৭.৩০ মিনিট পর্যন্ত।এক সপ্তাহ ব্যাপী এই কার্যক্রমটির উদ্বোধন করেন IYCM এর সাতক্ষীরা জেলা প্রেসিডেন্ট মোঃ তরিকু্ল ইসলাম অন্তর।তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, এই ক্যাম্পেইনের মাধ্যমে তরুনেরা সারা দেশের মানুষকে মাস্ক পরতে উৎসাহিত করবে এবং সঠিক নিয়মে মাস্ক পরিধান করতে সচেতন করবে। আর নিঃসন্দেহে এটি একটি ভালো এবং ফলপ্রসূ উদ্যোগ।কর্মসূচীতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন, IYCM এর বাংলাদেশ কান্ট্রি কো-অরডিনেটর লাবিবা সুলতানা। তিনি জানান, “আজকের পৃথিবী আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে তোলার দায়িত্ব আমাদের ই। আমরা সচেতন হলে সচেতন হবে আগত প্রতিটি নাগরিক। ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকার এমন একটি ইয়ুথ প্লাটফর্ম যার মাধ্যমে তরুনরা কাজ করে সমাজের, দেশের তথা সমগ্র পৃথিবীর ইতিবাচক পরিবর্তনে সহায়ক ভূমিকা পালন করবে।বিশেষ অতিথি প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি, মোঃ আতিকুজ্জামান (সাহেদ) বলেন, আমরা তরুন, আমরা পারি, আমরা বদলালে বদলে যাবে সমাজ। আজ এই কর্মসূচির দ্বারা মানুষ অনেক অংশে এই মহামারী পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও স্বাস্থ্য সুরক্ষায় সচেতন হবে বলে আমি আশা রাখি। আল্লাহ পাক সকল মানবজাতিকে তথা দেশবাসীকে এই মহামারীর পরিস্থিতি থেকে মুক্তি দান করুন। আবারও সুস্থ হয়ে উঠুক এই পৃথিবী।এসময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন,
ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকার সাতক্ষীরার ভাইস প্রেসিডেন্ট মোঃ সোহানুর রহমান, সেক্রেটারি হাবিবা সুলতানা, জয়েন্ট সেক্রেটারি তারিশা তাসমিন,আইটি লিডার রাকিবুল হাসান,ট্রেজারার ফারহানা আক্তার জ্যোতি , কমিউনিকেশন লিডার হৃদয় মন্ডল , প্রজেক্ট লিডার চাইল্ড-১ উর্মি ইসলাম, প্রজেক্ট লিডার চাইল্ড -২ আরিফ হোসেন, প্রজেক্ট লিডার ফরেস্ট্রি -১ সৈয়দ এনামুল হাসান, প্রজেক্ট লিডার ক্লাইমেট চেঞ্জ ১ তাজকিয়া আরিফা।উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,
মোস্তাকিম বিল্লাহ (প্রতিষ্ঠাতা প্রতাপনগর ব্লাড ব্যাংক), ভলেন্টিয়ার IYCM এর তরুণ সমাজ কর্মী গাজী আসাদ, দৈনিক কালের চিত্রের স্টাফ রিপোর্টার মো: ইব্রাহিম খলিল,আসিফুল আলম,
(সাধারণ সম্পাদক স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ), কর্ণ বিশ্বাস কেডি (প্রতিষ্ঠাতা পরিচালক মানবিক ফাউন্ডেশন), শিকারি ব্র্যান্ড ফটোগ্রাফি গ্রুপের সিনিয়র ফটোগ্রাফার অ্যাসিস্ট্যান্ট সিইও জি এম আবির, প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার সাধারণ সম্পাদক মোঃ গোলাম হোসেন, প্রিয়া,
এস এম ছাব্বির , শাহাদাত জামান শান্ত , জাকারিয়া হোসেন, ইলিয়াস হোসেন প্রমূখ ।ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকার একটি ইয়ুথ প্লাটফর্ম যার মাধ্যমে তরুনরা কাজ করে সমাজের, দেশের, পৃথিবীর ইতিবাচক পরিবর্তনে। আমরা তরুন, আমরা পারি, আমরা বদলালে বদলে যাবে সমাজ”।

			