সমাজের আলোঃ রাজধানীতে জীবিকার তাগিদে মানুষ কর্মস্থলে ছুটছেন। তাই গণপরিবহনে বেশ ভিড়। তবে তদারকি না থাকায় গণপরিবহনে যেসব স্বাস্থ‌্যবিধি অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে তা যথাযথভাবে মানা হচ্ছে না। যাত্রী ও গণপরিবহন শ্রমিকদের অসচেতনতার কারণে বাড়ছে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি।
করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মানা ও সামাজিক দূরত্ব বজায় রাখার শর্তে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। গণপরিবহনে সামাজিক দূরত্ব রক্ষায় ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিতে বলা হচ্ছে। এজন‌্য ৬০ শতাংশ ভাড়াও বাড়ানো হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে, অনেক গণপরিবহনে দ্বিগুণ ভাড়া নেওয়া হলেও যাত্রী তোলা হচ্ছে ঠাসাঠাসি করে।
বুধবার (৩ জুন) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। হেলপাররা আগের মতো টেনে টেনে বাসে যাত্রী তুলছেন। যাত্রী ওঠা-নামার সময় তারা দরজার সামনেই দাঁড়িয়ে থাকছেন। এতে যাত্রীদের হেলপারের শরীর ঘেঁষেই গাড়িতে উঠতে হচ্ছে। গাড়িতে ওঠানোর আগে হেলপাররা দায়সারাভাবে যাত্রীদের হাতে জীবাণুনাশক ছিটাচ্ছেন। এদিকে কন্ডাক্টররা যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায়ের সময় সামাজিক দূরত্ব মানছেন না। তারা যাত্রীদের খুব কাছে গিয়েই ভাড়া নিচ্ছেন। এতে পরিবহন শ্রমিক আর যাত্রীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় থাকছে না। এদিকে, কোনো গণপরিবহনে জীবাণুনাশক ছিটানোর দৃশ্য দেখা যায়নি। পরিবহন শ্রমিকরা দাবি করছেন, ট্রিপ শেষে তারা পুরো গাড়িতে জীবাণুনাশক স্প্রে করেন। বারবার জীবাণুনাশক ছিটানো হলে যে খরচ হবে, তাতে ট্রিপ শেষে জ্বালানি খরচের টাকাই উঠবে না বলে দাবি তাদের।
গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে জানতে চাইলে ঠিকানা এক্সপ্রেসের বাসচালক মো. তারেক বলেন, যাত্রীদের সুরক্ষার জন্য সবকিছুই করা হচ্ছে। বাস পরিষ্কার করছি, অর্ধেক যাত্রী নিচ্ছি, জীবাণুনাশক ছিটাচ্ছি, সামাজিক দূরত্ব বজার রাখতে যাত্রীদের অনুরোধ করছি। সবারই তো জীবনের ভয় আছে। স্বাস্থ্যবিধি মানলে যাত্রীরা যেমন সুস্থ থাকবেন, আমরাও সুস্থ থাকব।’
হেলপারদের বাসের দরজায় দাঁড়িয়ে থাকার বিষয়ে তিনি বলেন, ‘অনেক যাত্রী আছেন যাদের গাড়িতে উঠতে কষ্ট হয়। তাদের গাড়িতে তোলার জন্য




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *