সমাজের আলো।। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ নিয়ে আগের অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন ক্রিকেটাররা। বিসিবির এই পরিচালককে অর্থ কমিটির প্রধান থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত স্বাগত জানিয়েছেন তারা। তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়া চলমান থাকলে ও তিনি প্রকাশ্যে ক্ষমা চাইলে শুক্রবার থেকে খেলায় ফিরতে প্রস্তুত ক্রিকেটাররা।
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বৃহস্পতিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে ক্রিকেটের স্বার্থে তারা আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে।

