সমাজের আলো : অপরাধ দমনে প্রযুক্তিই হবে বড় হাতিয়ার। মাদক নির্মূল, দুর্নীতি দমন, জঙ্গী কার্যক্রম চিরতরে মুছে ফেলা, নির্যাতন বন্ধ করাসহ অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি মানুষের সেবার কাজে ব্যবহৃত হবে তথ্যপ্রযুক্তি। দেশের সকল আইনশৃঙ্খলা বাহিনীকে সেভাবেই সজ্জিত করা হচ্ছে। নতুন বছরে মানুষের জন্য এটি হবে আইনশৃঙ্খলা বাহিনীর উপহার। পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের বরাত দিয়ে সহকারী পুলিশ মহাপরিদর্শক সোহেল রানা বলেন, প্রযুক্তি আর সামাজিক সচেতনতার মাধ্যমে অপরাধ দমনকেই চ্যালেঞ্জ হিসেবে নেয়া হয়েছে। নতুন বছরে সেভাবেই এসেছে সকল দিকনির্র্দেশনা। অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন, প্রায় শতভাগ অপরাধের সঙ্গে আগে বা পরে প্রযুক্তির একটি যোগসূত্র থাকে। এছাড়া আধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে অপরাধীর কোন না কোন ক্লু বের করা সম্ভব হয়। বিশ্বের সকল উন্নত রাষ্ট্রে অপরাধ দমনে তথ্যপ্রযুক্তিকে প্রাধান্য দেয়া হয়। প্রযুক্তির মাধ্যমে অপরাধী শনাক্ত যেমন সহজ হয় তেমনি অপরাধ সংঘটনে অপরাধীকে সতর্ক বার্তা দেয়া যায়। এ ধারণা সামনে রেখেই সকল আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য প্রযুক্তিতে সজ্জিত করার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে সেবার কার্যক্রম তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে নেয়া হয়েছে নানা উদ্যোগ।

