সমাজের আলো : করোনা সংক্রমণের পর থেকে বন্ধ থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে অবস্থান করছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের অবস্থানের সংবাদ প্রকাশের পর হলগুলোতে অভিযান চালাতে যায় প্রশাসন। আর এই খবর পেয়ে হল ছেড়ে পালিয়ে যায় ছাত্রলীগের নেতাকর্মীরা। ফলে কাউকেই আটক করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।শনিবার (২৬ জুন) রাত সাড়ে ১০টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও স্যার সলিমুল্লাহ মুসলিম হলে প্রশাসন অভিযান চালাতে গেলে এই ঘটনা ঘটে।

