সমাজের আলো : চট্টগ্রাম নগরের পাঁচলাইশে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক করা হয় আবদুল আল আহাদ নামের এক ছাত্রলীগ নেতাতে। আটকের পর আজ শুক্রবার বিকেলে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে তাকে হাজির করা হয়। সেখানে ৩০০ টাকা জরিমানা দিয়ে আদালত থেকে মুক্ত হয়েছেন আহাদ।জানা গেছে, বন্দর নগরীর নাসিরাবাদ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে পাঁচলাইশ থানা ছাত্রলীগের সহ-সভাপতি আহাদসহ মোট দশজনকে আটক করে পাঁচলাইশ থানা পুলিশ।অসামাজিক ও অনৈতিক কার্যকলাপের অভিযোগে আটক হওয়াদের মধ্যে চারজন নারীও ছিলেন। এরপর তাদের বিরুদ্ধে পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) ইমাম হোসেন বাদী হয়ে মেট্রোপলিটন আইনে অ-আমলযোগ্য (নন-জিআর) মামলা দায়ের করেন।ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতে হাজির করা হয়। পরে আদালত প্রত্যেক আসামিকে ৩০০ টাকা জরিমানা অনাদায়ে দুই দিনের কারাদণ্ড প্রদান করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *