আলতাপ হোসেন লাল্টু সিডনি থেকে: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ সিডনি, অস্ট্রেলিয়া কর্তৃক তাঁর জীবনী ও শোকাহত অগাষ্ট নিয়ে আগামী ১৫ই অগাস্ট এক আলোচনা ও দোআ মাহফিলের আয়োজন করা হয়েছে । উক্ত আলোচনা সভাতে আপনারা সবান্ধবে আমন্ত্রিত। বাঙালি জাতির জনকের এই শাহাদাত বার্ষিকীতে সিডনি আওয়ামী লীগের সম্মানিত সকল সদস্যদের এবং আওয়ামী লীগের সকল স্তরের সম্মানিত ব্যক্তিগনকে উপস্হিত থেকে উক্ত আলোচনা ও দোআ অনুষ্ঠান কে সাফল্য মন্ডিত করার বিনীত অনুরোধ করা হলো । স্থানঃ Dhansiri Restaurent 51 Railway Parade, Lakemba NSW 2195 সময়ঃ সন্ধা ৬ ঘটিকা দিনের অন্যান্য কর্মসূচিঃ বঙ্গবন্ধুর আবক্ষে পুষ্পস্তবক অর্পণ। স্থান: Western Sydney University, Parramatta Campus, ( corner of Victoria Rd and James Ruse Drive, Rydalmere) in front of ICOG. সময়: বিকাল ৩ ঘটিকা।
