সমাজের আলো:  বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় খেলা এখন ক্রিকেট। কতটা জনপ্রিয়, তা তো দর্শক জোয়ার দেখেই আঁচ করা যায়। টাইগারদের জয়-পরাজয়ে সব সময় পাশে থাকে এ দেশের কোটি কোটি মানুষ। জিতলে আনন্দ উল্লাস, হেরে গেলে কেঁদে বুক ভাসায় তারা। ক্রিকেটের প্রতি বাংলাদেশের মানুষের আবেগ দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ফাফ ডু প্লেসিরও চোখে পড়েছে।

বুধবার জাতীয় দলের ওপেনার তামিম ইকবালের সঙ্গে ফেসবুকে লাইভ আড্ডায় এসেছিলেন ডু প্লেসি। সেখানে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি। আলাপচারিতার একটি টপিক ছিল বাংলাদেশের দর্শক উন্মাদনা।

ডু প্লেসি মনে করেন, মাঠের দর্শকদের কারণে বাংলাদেশি ক্রিকেটারদের মনোবল অনেক বেড়ে যায়। তামিমের উদ্দেশ্যে তিনি বলেন, ‘দর্শকশূন্য মাঠে তোমাদের বিপক্ষে খেলা হলে, তা আমাদের পক্ষে যাবে।

বাংলাদেশ ও ভারতে দর্শকদের সামনে খেলা মাঝেমধ্যে অসম্ভব হয়ে পড়ে। তোমাদের সমর্থকরা অসাধারণ। অস্ট্রেলিয়ার চেয়ে অনেক ভালো।
ডু প্লেসিসের সঙ্গে সহমত পোষণ করে তামিম বলেন, ‘দর্শকশূন্য মাঠে আমাদের বিপক্ষে খেললে সেটা তোমাদের পক্ষে যাবে। হ্যাঁ! আমাদের দর্শকরা অসাধারণ। তারা অনেক আবেগপ্রবণ এবং উৎসাহী।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *