সমাজের আলো : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় শাড়ি, থ্রিপিস ও লেহেঙ্গা চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নাইমুল হাসান রাকিব (২৭) ও আবুল কাশেম (৩২) নামে দুই চোরাকারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ দল।শনিবার (৪ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকায় অভিযান চালিয়ে একটি অ্যাম্বুলেন্স তল্লাশি করে তাদের গ্রেপ্তার করা হয়।এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ২০৮ পিস ভারতীয় শাড়ি, ৬৪ পিস ভারতীয় থ্রিপিস, ১৫ পিস ভারতীয় লেহেঙ্গা এবং অবৈধভাবে বিদেশি পণ্যপরিবহনের কাজে ব্যবহৃত ১টি অ্যাম্বুলেন্স জব্দ করে র‌্যাব।গ্রেপ্তার আসামি নাইমুল হাসান রাকিব কুমিল্লা জেলার কোতোয়ালি থানাধীন রাচিয়া এলাকার আবদুস সাত্তারের ছেলে এবং অপর আসামি আবুল কাশেম একই জেলার একই থানাধীন আমড়াতলী এলাকার মোসলেম উদ্দিনের ছেলে বলে র‌্যাব জানিয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *