সমাজের আলো : সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের সাথে নাকি এই মুহূর্তে ৬৬ জন ভারতীয় বংশোদ্ভূত যোদ্ধা রয়েছে। এরা বিশ্বের বিভিন্ন প্রান্তে সক্রিয়। সন্ত্রাসবাদের উপর বক্তব্য রাখতে গিয়ে আমেরিকা জানিয়েছে, আন্তর্জাতিক এবং আঞ্চলিক সন্ত্রাস সংক্রান্ত কার্যকলাপ শনাক্ত এবং প্রতিহত করায় ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-সহ দেশের সব সন্ত্রাস-বিরোধী সংস্থাগুলির সক্রিয় ভূমিকা প্রশংসা যোগ্য। ২০২০ কান্ট্রি রিপোর্টস অন টেররিজম’ শীর্ষক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ইউএস সেক্রেটরি অফ স্টেট অ্যান্থনি ব্লিঙ্কেন জানান , রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ‘রেজ়োলিউশন ২৩০৯’ বা ইউএনএসসিআর ২৩০৯ প্রয়োগে আমেরিকার সঙ্গে সহযোগিতা করে চলেছে ভারত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজোলিউশন ২৩০৯ সংশ্লিষ্ট সরকারকে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানায় যাতে বিমানে ভ্রমণের সময় নাগরিকদের সুরক্ষা অটুট থাকে । মার্কিন রিপোর্টে বলা হয়েছে যে, নভেম্বর পর্যন্ত ৬৬ জন ভারতীয় বংশোদ্ভূত যোদ্ধা আইএসআইএসের সাথে যুক্ত ছিল। ২০২০ সালে কোনও বিদেশী সন্ত্রাসী যোদ্ধা ভারতে প্রত্যাবর্তন করেনি। মার্কিন-ভারত সহযোগিতাকে হাইলাইট করে, প্রতিবেদনে বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত সরকারের সাথে তার কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলছে, যার মধ্যে রয়েছে দ্বিপাক্ষিক কর্মকাণ্ড যেমন ১৭ তম সন্ত্রাসবাদ বিরোধী যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন এবং অক্টোবরে ২+২ মন্ত্রী পর্যায়ের সংলাপ।

