সমাজের আলো।। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম যে বর্তমানে নিষিদ্ধ, তাদের নিবন্ধন যে নির্বাচন কমিশন স্থগিত করেছে, সে কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আবারো বলেছেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না।
নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস-মিনিস্টার পাসকাল্লে গ্রোটেনহুইস মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গেলে নির্বাচন-সংক্রান্ত আলোচনায় তিনি এ কথা বলেন।

