সমাজের আলো : আগুনে পুড়ে ছাই হয়ে গেছে যশোর কেন্দ্রীয় কারাগারের স্টাফ কোয়ার্টারের ৬টি ঘর। রাত পৌনে ৮টা থেকে পৌনে ৯টা পর্যন্ত আগুন জ্বলে ওই কোয়ার্টারে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু ততক্ষনে পুড়ে ছাই হয়ে যায় এক সারিতে থাকা আধাপাঁকা ছয়টি ঘর। যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিন কান্তি খান জানান, কেন্দ্রীয় কারাগারের মধ্যে অনেক গুলো কোয়ার্টার রয়েছে। ওই কোয়ার্টারে মূলত কারারক্ষীরা বসবাস করে থাকেন। আগুনে ৬টি ঘর ছাই হয়ে গেছে। আগুন লাগার পরপরই তিনি ফায়ার সার্ভিসকে খবর দেন। কিছু সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে। এরপর আরো দুইটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। ধারণা করছি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত ঘটেছে। তবে তদন্ত না করে প্রকৃত ঘটনা বলা যাবে না। কারাগারের একটি সূত্র জানিয়েছেন, কারাগারের মধ্যে পশ্চিমদিকে একলাইনে ৬টি ঘর ছিলো। ওই ঘরে কারারক্ষী আশরাফুল আলম, ইউনুচ আলী, আমিনুর রহমান, সুমন হোসেন, ফারুকুজ্জামান রাসেল এবং জিয়াউর রহমান থাকতেন তাদের পরিবার নিয়ে। আগুন লাগার সাথে সাথে যে যার মতো ঘর থেকে বেরিয়ে আসে। ঘর থেকে কেউ কিছু বের করতে পারেনি। সবকিছু আগুন পুড়ে ছাই হয়ে গেছে। সূত্রটি জানিয়েছে, সুবেদার ইউনুচ আলীর ঘর থেকে আগুনের সূত্রপাত। ওই ঘরে হিটার ব্যবহার করে রান্নার কাজ হচ্ছিল। কোন এক সময় হিটার থেকে আগুন লাগে। এরপর একেএকে ছয়টি ঘরে ধরে যায়। ইউনুচ আলী মাস দুইয়েক হলো অবসরে গিয়েছেন। স্টাফ কোয়ার্টার ছাড়তে তার আরো কয়েকমাস লাগবে বলে তিনি সেখানে থাকেন। তবে ইউনুচ আলীর ছেলে সাগর জানিয়েছেন, ঘটনার সময় তিনি ঘরের বাইরে ছিলেন। তিনি শুনেছেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ছড়িয়েছে। তবে কার ঘরে আগুনের সূত্রপাত তা তিনি বলতে পারেন নি। মনিরা খাতুন নাম এক গৃহবধূ কান্নাজড়িত কণ্ঠে বলেছেন, শিশু সন্তানকে নিয়ে কোন রকম প্রাণে বেঁচে ঘর থেকে বাইরে বেরিয়েছেন। কোন কিছু নেয়ার সুযোগ হয়নি। তার মতো আরো ৫টি পারিবারের লোকজন নিঃস্ব হয়ে গেলো। পরনের কাপড় ছাড়া আর তাদের কিছু অবশিষ্ট নেই।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *