রাকিবুল হাসান ঃঅভায়রণ্যে মাহমুদা নদী ও রায়মঙ্গল এলাকায় মাছ শিকারের সময় গত মঙ্গলবার ফরেস্ট এস্মার্ট পেট্রোল টিমের সদস্যরা ৬ টা নৌকা সহ ১১ জন মাছ ধরা জেলে আটক করে।আটকের পরে মাছ সহ নটাবেকি টহল ফাঁড়ীতে জমা দেয়।পরে আটককৃত জেলেদের ৮ জনকে বুধবারে জেল হাজতে প্রেরেরণ করে।বাকি ৩ জেলেকে সহ একটা নৌকা ৫০ হাজার টাকায় সি আরের মাধ্যমে মুক্তি দেয়।বাকি ৫ টা নৌকা নটাবেকী টহল ফাঁড়ীতে রাখা হয়।
এর মধ্যে অয়ণ কোম্পানীর ৩ টা নৌকা,বুলবুল কোম্পানীর ৩টা নৌকা।নৌকায় থাকা জেলেদের তথ্য মতে ৬ টা নৌকায় ১১ লক্ষ টাকার মত মাছ ছিল।৮ জেলের সাথে ২ মণ মাছ দিয়ে কোটে চালান করে।বাকি মাছ নিয়ে শুরু হয় বনবিভাগে সদস্যদের নাটকিয়তা।মাছ ব্যাবসায়ী মন্জুর সাথে সাড়ে ৬ লক্ষ টাকা চুক্তি করে।শনিবার রাত ১১টায় নটাবেকী ফরেস্টর সদস্য কামরুলের নেতৃত্বে আটককৃত মাছ বিক্রি করার জন্য নিয়ে আসে মুন্সিগঞ্জ ফরেস্ট টহল ফাঁড়ীর ঘাটে।সেখানে মাছ কেনার জন্য ২ গ্রুপের ক্রেতাদের উপস্থিতিও লক্ষ করা যায়।মাছ নিয়ে যাওয়ার জন্য রিতিমত পরিবহন করার জন্য ভ্যান ও নিয়ে আসে তারা।
বিষয়টা স্থানীয় গনমাধ্যম কর্মীদের অবগত করলে। তারা সরাজমিনে মুন্সীগঞ্জ টহল ফাঁড়ীতে উপস্থিত হলে রোষানলে পড়েন নটাবেকীর বন বিভাগের সদস্যরা।পরে সেখান থেকে বোর্ড ঘুরিয়ে অন্য দিকে নিয়ে চলে যায়।
কিছুক্ষণ পরে মাছ ক্রেতারাও চলে যায়।তার পরে বোর্ড পুনারায় মুন্সিগন্জ ঘাটে আবার ফিরে আসে। মাছ কিনা নিতে আসা মন্জু বলেন, কামরুল ইসলামের কাছ থেকে আমি অল্প কিছু মাছের পোটকা কিনেছি।সেগুলো আমার কাছে আছে।
এছাড়া শনিবার সকালে বনকর্মী কামরুল ইসলাম দুই ককসিটে সহ ১ বস্তা মাছ নিয়ে বাড়িতে যায় বলে জানাযায়।বিষয়টা ধামা চাপা দেওয়ার জন্য ম্যানেজও করে স্থানীয়ওদের।
বনকর্মী কামরুল ইসলাম মাছের বিষয়টা স্বিকার করে বলেন, আমাদের খাওয়ার মাছ আছে ১২ টার মত।তবে এসময় নটাবেকী দায়িত্বরত কর্মকর্তার সাথে ফোনে কথা বলার চেষ্টা করেও কথা বলা সম্ভাব হয়নি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *