সমাজের আলো : আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কামালনগর (বাইপাস) গ্রামের বিরোধপূর্ণ সম্পত্তিতে বালি ফেলে জোরপূর্বক দখল করার অভিযোগ পাওয়া গেছে ক্যাপ্টেন আহসান হাবিব পটলের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ওই জমিতে বালি ফেলে দখলে নেওয়ার চেষ্টা করতে উদ্যত হয়।জানা গেছে, ক্রয়সূত্রে আহসান হাবিব পটল পলাশপোল মৌজা ১০৮৫ খতিয়ানের ৮ দাগে ১ একর ৩৮ শতক জমি ক্রয় করলেও অন্যান্য দাগে দাবী না করে শুধুমাত্র সমুদয় জমি ৩৭২৯ দাগে দাবী করেন। বিষয়টি নিয়ে পৈত্রিকসূত্রে প্রাপ্ত ওই সম্পত্তির দাবিদার মারুফ আহমেদ খান শামীমের সাথে আহসান হাবিব পটলের বিবাদ দেখা দেয়। অত:পর সম্পত্তি দখলে রাখতে আহসান হাবিব পটল সদর সহকারী জজ আদালতে একটি দেওয়ানী মামলা দায়ের করেন এবং আদালতের বিচারক মামলাটি শুনানীঅন্তে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেন। স¤প্রতি পৈত্রিকসূত্রে প্রাপ্ত ওই সম্পত্তির দাবিদার মারুফ আহমেদ খান শামীম সাতক্ষীরা জেলা জজ আদালতে ওই অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশের কার্যকারিতা স্থগিতের জন্য নালিশী সম্পত্তি নিয়ে একটি আপিল মোকদ্দমা করলে গত ২৬ জানুয়ারি আদালতের বিচারক ওই অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশের কার্যকারিতা স্থগিত করেন।
আহসান হাবিব পটল ওই সম্পত্তিতে কোনো প্রকার স্থাপনা নির্মাণ, আকার আকৃতি পরিবর্তন না করা ও মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন কিছু করবে না মর্মে মুছলেকা প্রদান করেন। অথচ সেই মুছলিকা ভঙ্গ করে পটল মঙ্গলবার সকালে আবারও বিরোধীয় সম্পত্তিতে বালি ফেলে দখলে নেওয়ার চেষ্টা করেন।

