নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার নগর ঘাটা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষের ভোট চেয়ে গণসংযোগ ও পথসভা করেছেন তালা ও কলারোয়ার সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুর ইসলাম হাবিব।
এ সময় তিনি বলেন, আমি কাজের ছেলে, বিগত দিনে সংসদ সদস্য থাকাকালিন সময়ে ব্যাপক উন্নয়ন করেছি, আপনারা দেখেছেন বিগত ১৭ বছরে উল্লেখযোগ্য কোন উন্নয়ন হয়নি। আমি কথা দিচ্ছি আগামীতে সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে আপনাদের অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করে দিব।
রবিবার সকাল ৮ টায় নগরঘাটা ইউনিয়নের রাইসমিল, কালিবাবাড়ি, মটবাড়ি, মাঝনগর ঘাটা, রথখোলা, গুচ্ছ গ্রাম বুসুদ্ধারা, আসান নগর, হরিণ খোলা, বুড়ুন গোয়ালপোতা, মাঝ হরিণ খোলাসহ বিভিন্ন স্থানে তিনি গণসংযোগ ও পথসভা করেন।
এ সময় নগর ঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাব্বত আলী সরদার, সাবেক সভাপতি স.ম হাইদার আলী, সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাছিরুল জুলফিকার খোকন, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মোড়ল, সাবেক যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও ৪ ওয়ার্ড বিএনপির সভাপতি মো: সিরাজুল ইসলাম, ইউনিয়ন যুবকদের সভাপতি এরশাদুল হক মিলন প্রমুখ।

