সমাজের আলো: সংক্রমণের কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩‌১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় নিজেদের মধ্যে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানিয়েছে। এর আগের ঘোষণায় ৬ আগস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ছিল। কিন্তু ঈদকে সামনে রেখে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রশ্ন ছিল, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি কি আরও বাড়বে, নাকি খুলে দেওয়া হবে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নতুন করে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর কথা জানাল সরকার। অবশ্য আগে থেকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল, বর্তমান প্রেক্ষাপটে সেপ্টেম্বরের আগে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো সম্ভাবনা নেই। উল্লেখ্য করোনা ভাইরাসের কারণে গত ১৮ মার্চ থেকে দেশের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান গুলোর চার মাসের বেশি সময় ধরে করোনা ভাইরাসের জন্যে বন্ধ থাকায় প্রায় চার কোটি শিক্ষার্থী অত্যন্ত ঝুঁকিতে পড়েছে। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, দেশের মোট শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক পর্যায়ে পড়ে প্রায় পৌনে দুই কোটি ছাত্র ছাত্রী। আর মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা সোয়া কোটির কিছু বেশি। বাকিরা শিক্ষার অন্যান্য স্তরে পড়ে। ইতিমধ্যেই তাদের শিক্ষা ক্ষতিগ্রস্ত। আটকে গেছে এইচএসসির মতো পাবলিক পরীক্ষা। সেশনজট বাড়ছে। অপর দিকে বিদ্যমান পরিস্থিতিতে স্কুল পর্যায়ে টিভির মাধ্যমে ক্লাস প্রচার এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাসে গুরুত্ব দেওয়া হলেও তা সেই রকম কার্যকর কোন লক্ষণ দেখা যায় নি। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক হলে সিলেবাস কাট ছাঁট করে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এর মধ্যে চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার বিষয় কমিয়ে কম সময়ে তা নেওয়ার কথাও ভাবা হচ্ছে। যদি সেপ্টেম্বরে স্কুল খোলা সম্ভব হয়, তাহলে সিলেবাস কাটছাঁট করে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাও আগামী ডিসেম্বরে নেওয়া হতে পারে। আর শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে দেরি হলে চলতি শিক্ষাবর্ষ ডিসেম্বর থেকে বাড়িয়ে আগামী বছরের দুই-তিন মাস যুক্ত করারও চিন্তা করছে শিক্ষা প্রশাসন। আসলে সবকিছু নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। তবে শেষ পর্যন্ত কি হয় তা সময়ই সব কিছু বলে দিবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *