শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরা জেলা শ্যামনগর উপজেলা গাবুরা ইউনিয়ানে আইলার পর প্রায় ১১টি বছর ধরে এ অঞ্চলের মানুষের তিল তিল করে সাজানো সংসার, গাছপালা, গবাদী পশু, মৎস্য ঘের, ফসলী জমি সবকিছু এক নিমিষেই লন্ডভন্ড করে দিয়ে নিঃস্ব করে রাস্তার উপর তুলে দিয়ে গেছে আম্ফান ঘুর্নিঝড় উপকূলীয় এলাকার সহজ-সরল মানুষ গুলোকে
বছরের পর বছর ধরে বিভিন্ন সময়ে বঙ্গোপসাগর থেকে উঠে আসা আইলা, সিডর, নার্গিস, ফণি, বুলবুল ও আম্ফানসহ বিভিন্ন ঘূর্ণিঝড়ের তাণ্ডবে খোলপেটুয়া নদী আর কপোতাক্ষ নদ দিয়ে বয়ে আসা সমুদ্রের লোনাজলের সাথে যুদ্ধ করতে করতে গাবুরার মানুষ আজ বড় ক্লান্ত ২০০৯ সালের আইলার পরে ওয়াফদা রাস্তার কাজ।
তৎকালীন চেয়ারম্যান জননেতা জি এম শফিউল আযম লেনিন সময়ে হলেও পরবর্তীতে তা স্থবির হয়ে যায় , জনপ্রতিনিধিদের মিথ্যা আশ্বাস দিয়ে শেষ পর্যন্ত বাপ-দাদার ভিটে-মাটির অস্তিত্ব রক্ষায় সমুদ্রের লোনাপানির কাছে জীবন যুদ্ধে বার বার হেরে যাওয়া মানুষগুলো আজ পরাজিত সৈনিকের মত দেশের কর্তাব্যক্তিদের কাছে করজোড়ে একটাই দাবী জানিয়েছেন-‘আমরা ত্রাণ চাইনা, পরিত্রাণ চাই, টেকসই বেড়িবাঁধ চাই প্রায় আজ গাবুরা ইউনিয়নের অন্যতম প্রবেশদ্বার ডুমুরিয়া খেয়াঘাটে গাবুরা ওয়েলফেয়ার
সোসাইটির আয়োজনে প্রায় ৪৫ টি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ও রাজনৈতিক সংগঠনের শত শত মানুষের উপস্থিতিতে মানববন্ধন কর্মসূচি পালন করে এ সময় বক্তাদের বক্তব্যে এ মুহূর্তে গাবুরা সহ উপকূলীয় অঞ্চলের অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে সংস্কার নয়, টেকসই বেড়িবাঁধ নির্মাণ হওয়া প্রয়োজন। এছাড়া এলাকাবাসিরও একটাই দাবি-টেকসই বেড়িবাঁধ নির্মাণ।
সবশেষে একটা বিষয় নিশ্চিত করে বলা যায়, এ মুহূর্তে বানভাসি মানুষের অনেক কিছুর প্রয়োজন থাকলেও তারা সব প্রয়োজন ত্যাগ করে উর্দ্ধতন কর্তৃপক্ষের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে জরুরিভাবে বেড়ীবাঁধ টি সংস্কারের দাবি জানিয়ে বলেছেন-‘উপকূলীয় শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের অস্তিত্ব রক্ষায় ত্রাণ চাই না, পরিত্রাণ চাই, টেকসই বেড়িবাঁধ নির্মাণ চাই




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *