গাজী আছাদঃ স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা বন্ধু’র উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫৫টি পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
রবিবার (১৭ মে) সকাল ৯ টায় সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুল মাঠে সামজিক দূরত্ব বজায় রেখে নিম্ন ও মধ্যবিত্ত ৫৫টি পরিবারের মাঝে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। পরিবারগুলোর মাঝে চাল, ডাল, আটা, চিনি, তৈল, আলু, সেমাই, লুডুস, গুড়া দুধ দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন আমরা বন্ধুর সদস্য দেবাশিষ বসু, এস এম নাহিদ হাসান, নুরুল হুদা, মুশফিকুর রহিম, সাকিবুল হাসান, সাজিদ হাসান, গাজী আসাদ, আব্দুল কাদের, এহসানুল জুবায়ের, ফাহাদ হোসেন, সৌমেন মজুমদার, মাঈনুল ইসলাম, রিমি প্রমুখ। এসময় আমরা বন্ধুর সদস্য এস এম নাহিদ হাসান বলেন, আমরা বন্ধুর এমন উদ্যোগ সামনের দিনগুলোতে অব্যহত থাকবে। আমাদের উদ্যোগে দেশে ও বিদেশে থাকা প্রবাসীসহ বিভিন্ন শুভাকাঙ্ক্ষীরা সহযোগিতা করেছেন। তাদেরকে কৃতজ্ঞতা জানায়।
