সমাজের আলো।। : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাসদ মনোনীত এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ইদ্রিস আলীর নির্বাচনী পথসভা এবং গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী প্রচারণার ৮ম দিন ২৯শে জানুয়ারি বৃহস্পতিবার তিনি সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী এবং কাথন্ডা বাজারে পথসভা এবং গণসংযোগ করেছেন। উক্ত নির্বাচনী গণসংযোগ এবং পথসভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাশ, গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সাতক্ষীরা জেলা শাখার মুখপাত্র নিত্যানন্দ সরকার, জেএসডি নেতা মাষ্টার আব্দুল জব্বার, জাসদ নেতা আব্দুল্লাহ বিশ্বাস, অধ্যাপক ইদ্রিস আলীর সহধর্মিণী লাভলী পারভীন এবং তার পুত্র একরামুল হাসান নয়ন, নারী নেত্রী রওশন আরা, রোজা খাতুন, শ্রমিক নেতা শামসুল হক প্রমুখ।
উক্ত নির্বাচনী পথসভায় সাতক্ষীরা-০২ আসনে মোটর গাড়ি প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ইদ্রিস আলী জনতার উদ্দেশ্যে বলেন যারা এই বাংলার পবিত্র জমিনে থেকে আমেরিকা, পাকিস্তান এবং ভারতের দালালি করবে তাদের কে বাংলাদেশের সচেতন জনগণ প্রত্যাখ্যান করবে। যারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করতে চায় তারা বাংলাদেশের শত্রু। বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাশ বলেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল জনগণকে একত্রিত হয়ে মোটর গাড়ি প্রতীকে ভোট দিন। যারা মার্কিন, ভারত এবং পাকিস্তানের দালালি করে দেশ বিক্রির ষড়যন্ত্র করবে তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। এসময় সাধারণ জগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।

