সমাজের আলোঃ ঘূর্ণিঝড় সুপার সাইক্লোন আম্পানে, লন্ডভন্ড হয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জেলা আওয়ামী লীগের নেতারা । নেতৃবৃন্দ আশাশুনি উপজেলার হাজরা খালি ভেড়ি বাদ পরিদর্শন করেন এবং বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ খবর নেন।ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনছুর আহমেদ, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান, মোঃ নজরুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, যুবলীগ নেতা পারভেজ ও আশাশুনি উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
