সমাজের আলোঃ ঘুর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত অঞ্চল ও ভাঙ্গন কবলিত ভেড়ি বাঁধ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
মঙ্গলবার ২৬ মে সকালে শ্যামনগর উপজেলার দাতনেখালি ক্ষতিগ্রস্থ ভেড়িবাঁধ মেরামতের কাজ পরিদর্শন করেন। এলাকাবাসীর সাথে কথা বলেন । জেলা প্রশাসক ক্ষতিগ্রস্থ ভেড়ি বাঁধ মেরামতে কাজ করা সেচ্ছাসেবী শ্রমিকদের কাজে উৎসাহ প্রদান করেন। সাংবাদিকদের সাথেও কথা বলেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। তিনি বলেন, যে বরাদ্দ মন্ত্রণালয় থেকে এসেছে সেখান থেকে এবং পানি উন্নয়ন বোর্ড তারা বাঁধ মেরামতে যে সহযোগিতা লাগবে, জিও ব্যাগ,বাঁশসহ সবকিছু সরবরাহ করবে।
,জনপ্রতিনিধি ও সেচ্ছাসেবীরা এগিয়ে এসেছেন তারা সবাই মিলে ক্ষতিগ্রস্ত বাঁধ খুব দ্রুত সময়ের মধ্যে বাঁধ মেরামতের কাজ শেষ হবে।
সাতক্ষীরা জেলার প্রতিটি পয়েন্টে এবং আশাশুনিতেও কাজ চলছে । এ সকল এলাকাতে পিআইসি কমিটি গঠন করা হয়েছে । সে পিআইসি কমিটি কাজ তদারকি করবে।
এসময় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারী,উপজেলার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
