সমাজের আলো :এবার এক এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কর্তৃক একাধিকবার ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।মামলায় লিখিত অভিযোগে জানা গেছে, গত মঙ্গলবার বিকালে উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া গ্রামের এক ষোড়শী কন্যা এসএসসি পরীক্ষার্থী তার বাবা-মায়ের সাথে পূজা দেখতে যায়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পার্শ্ববর্তী বান্ধবীর সাথে দেখা হয় তার। এরপর মেয়েটি তার বাবার নিকট থেকে অনুমতি নিয়ে বান্ধবীর অনুরোধে তার বাড়িতে বেড়াতে যায়। রাত ৮টার দিকে বান্ধবী পূজা মন্ডল তার জ্যাঠাতো ভাই দুলাল মন্ডলের বখাটে পুত্র অলোকেশ মন্ডল (২৫) এর সাথে মোটরসাইকেলে করে বাড়ি পৌছে দেওয়ার জন্য তুলে দেয়।

নারী লোভী অলোকেশ পথিমধ্যে নাকতাড়া গ্রামের জুবায়ের মল্লিকের পরিত্যক্ত পাকা বসতবাড়ির সামনের বাগানের মধ্যে নিয়ে ভয়ভীতি দেখিয়ে প্রাচীরের গেট বন্ধ করে পরিত্যক্ত পাকা ঘরে মধ্যে নিয়ে যায়। এরপর জোরপুর্বক ইচ্ছার বিরুধে মুখ বেঁধে জীবননাশের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে জামা কাপড় ছিড়ে পরপর ২বার ধর্ষণ করে। এতে ধর্ষণের শিকার ওই মেয়ে অসুস্থ হয়ে পড়লে অলোকেশ বাড়িতে তার বোন পূজা মন্ডল ও চাচাতো ভাই তারালী হাইস্কুলের সহকারী শিক্ষক সুমিত্র মন্ডল বাপ্পির নিকট মুঠোফোনে যোগাযোগ করে। বাপ্পী ও পূজা মন্ডল রাত ১০টার দিকে এসএসসি পরীক্ষার্থীকে নিয়ে পুনরায় বান্ধবী পূজা মন্ডলের বাড়ি যায়। মেয়েটি অসুস্থ হয়ে পড়ায় তাৎক্ষণিকভাবে বাপ্পী ও পূজা বাড়ির অন্যদের সাথে ঘটনা গোপন করে বাড়িতে থাকা নাম না জানা ঔষধ খাওয়ায়। পরবর্তীতে ওই পরীক্ষার্থীর বাবা বান্ধবীর বাড়িতে মেয়েকে আনতে গেলে বাপ্পী তাকে আটকে রেখে বলে অসুস্থ হয়ে পড়েছে রাতে আমাদের বাড়িতে থাক ওর ঔষধ দিয়েছি কাল বাড়ি যাবে। গভীর রাতে অলোকেশ বাড়ি ফিরে বাপ্পীর সাথে পরামর্শ করে ধর্ষণের শিকার মেয়েটিকে হুমকি ধামকি দিয়ে সকালে বাড়িতে পাঠায়। এরপর সকালে মেয়েটি বাড়িতে ফিরে বাবা মায়ের সাথে ঘটনা জানায়। অসহায় অভিভাবকরা দিনভর বিভিন্ন মহলে দেনদরবার করে সন্ধ্যায় আশাশুনি থানার পুলিশের কাছে যায়। এ ব্যাপারে মেয়েটি ও তার মাতা যৌথবাদী হয়ে আশাশুনি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯(১) ধারায় ২৫(১১)২১নং মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার সকালে ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত অলোকেশ মন্ডল ও ঘটনার ধামাচাপাকারীরা গ্রেপ্তার এড়াতে পালাতক রয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *