সমাজের আলো : দেশব্যাপী ‘কমিউনিটি পুলিশিং ডে ২০২১’ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) আশাশুনি থানা পুলিশের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। কমিউনিটি পুলিশিং ডে এর র্যালিটি থানা চত্বর থেকে শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানা সড়কের সামনে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আশাশুনি থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ অধিকারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকন্ঠ সোম,
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, উপজেলা কৃষকলীগের আহবায়ক এনএমবি রাশেদ সরোয়ার শেলী। আলোচনা সভায় (ওসি) তদন্ত বলেন, সেবাই পুলিশের ধর্ম। পুলিশই জনতা-জনতাই পুলিশ’ এ নীতিতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বিভিন্ন অপরাধমূলক কর্মসূচি নিয়ন্ত্রণে দেশের পুলিশ কাজ করে যাচ্ছে। তিনি সকলকে আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন, শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক মোনায়েম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, মুক্তিযোদ্ধা, প্রেসক্লাব ও রিপোর্টাস ক্লাবের সাংবাদিক, জনপ্রতিনিধি, থানা পুলিশের কর্মকর্তা ও সদস্যবৃন্দ

