আজহারুল ইসলাম সাদীঃ আশাশুনি পুলিশের বিশেষ অভিযানে ৪ জুয়াড়ী আটকের খবর পাওয়া গেছে।
জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে আশাশুনি থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে এসআই মোঃ বিল্লাল হোসেন শেখ, এএসআই মোঃ মিলন হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে প্রকাশ্যে টাকার বিনিময়ে তাস দ্বারা জুয়া খেলার অপরাধে ফকরাবাদ গ্রামের মৃত্যু আঃ বারি গাজীর ছেলে মোঃ নূরুল আলম, একই গ্রামের মৃত্যু মুনছুর আলী বিশ্বাস এর ছেলে মোঃ মজিবর বিশ্বাস, সোবহান গাইনের ছেলে মোঃ জাহিদ গাইন এবং কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের আলাউদ্দীন এর ছেলে বজলুর রহমান, বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের মৃত্যু সোবহান গাজীর ছেলে মোশারফ গাজীর বাড়ি থেকে আটক করেন। এব্যপারে আশাশুনি থানায় জুয়া আইন এর ১২(৬)২০২০ মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে আজ ২১ জুন রোববার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

