সমাজের আলো : কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামে গৃহবধুকে স্বামী, দেবর ও শ্বশুর নির্মম নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত শারমীন সুলতানাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। নির্যাতিত গৃহবধু বাদী হয়ে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেছেন। মামলার আরজি ও নির্যাতিতা পুরহিতপুর গ্রামের নূরুল ইসলামের কন্যা শারমীন সুলতানা জানান, তার সাথে কচুয়া গ্রামের হারুনর রশিদের পুত্র আব্দুল হাইয়ের রেজিস্ট্রি বিয়ে হয় গত বছরের ১ ডিসেম্বর। দু’লক্ষ টাকা দেনমোহর ধার্য ছিল। বিবাহের পর তার শ্বশুর হারুনর রশিদ ও ননদ আয়েশার কুপরামর্শে শারমীনের উপর শারিরীক, মানসিক নির্যাতন করা হয়। গত ১৫ আগস্ট আসামীরা তাদের দাবীকৃত যৌতুকের ৩ লক্ষ টাকার জন্য বাদিনীকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয়। অসহায় পিতা কন্যাদায়ে চিন্তিত হয়ে পড়েন এবং তার ছোট পুত্র জান্নাতুলকে সাথে দিয়ে কন্যাকে স্বামীর বাড়িতে পাঠিয়ে দেন। বাদীনি স্বামীর গৃহে ঢোকার সাথে সাথে ৩ লক্ষ টাকা এনেছে কিনা জানতে চাওয়া হয়। পিতার অপারগতার কথা বলার সাথে সাথে তার উপর নেমে আসে নির্মম নির্যাতন। নির্যাতনে বাদীনির দু’হাত, পিঠ, নিতম্ব, তলপেট, বুকে-পেটে রক্তাক্ত ও নিলাফোলা জখম হয়।

